ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নে ছোট ভাইয়ের হামলায় আহত হওয়ার পাঁচ দিনপর চিকিৎসাধীন অবস্থায় বড় ভাই মোহাম্মদ হোসেন (৫০) মারা গেছেন।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

 
 
এরআগে, রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আমিশা পাড়া ইউনিয়নের দক্ষিণ বটগ্রামে তার নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মোহাম্মদ হোসেন উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বটগ্রামের রুহুল আমিনের ছেলে।  
  
পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে বুধবার (১১ নভেম্বর) নিজ বাড়িতে পারিবারিক জায়গা সম্পত্তির বিরোধ নিয়ে ছোট ভাই কামাল হোসেন তার বড় ভাই মোহাম্মদ হোসেনকে রড দিয়ে পিটিয়ে জখম করেন। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে থাকেন। বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় তিনি মারা যান।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বাংলানিউজকে জানান, এ ঘটনায় অভিযুক্ত ভাইকে আসামি করে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।