ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দিনমজুর এনামুলকে পিটিয়ে হত্যার বিচার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
দিনমজুর এনামুলকে পিটিয়ে হত্যার বিচার দাবি

ঢাকা: গাইবান্ধার সাঘাটা উপজেলার দিনমজুর এনামুল হককে নির্মমভাবে পিটিয়ে হত্যার বিচার দাবি করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি।  

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, সাঘাটার দিনমজুর এনামুল হককে বিনা অপরাধে পিটিয়ে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার বিচার করতে হবে। দেশের বিভিন্ন স্থানে প্রতিদিনই গরীব মানুষদের হত্যা, নির্যাতনের খবর আসলেও দোষীদের বিচার হয় না।  

অবিলম্বে এনামুল হকসহ সব হত্যার দ্রুত বিচার দাবি করেন ক্ষেতমজুর সমিতির নেতারা।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
আরকেআর/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।