নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়ন থেকে অস্ত্রসহ গ্রেফতার লক্ষ্মীপুরের শীর্ষ দুই সন্ত্রাসীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় তাদের কারাগারে পাঠোনো হয়।
গ্রেফতারকৃতরা হলেন-লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর গজারিয়া ইউনিয়নের নতুন বাজার চরআলগী এলাকার নূর ইসলাম মাঝির ছেলে শেখ ফরিদ ও একই উপজেলার চর পরগাছা ইউনিয়নের পূর্ব চর কলাখোপা গ্রামের আহমদ উল্যার ছেলে আইয়ুব নবী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার মধ্যরাতে চরজুবলী ইউনিয়নের জিয়া উদ্দিন বাজার বেড়িবাঁধের রামগতি-সুবর্ণচর সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এসময় লক্ষ্মীপুর থেকে অস্ত্র বিক্রি করতে আসা শীর্ষ সন্ত্রাসী শেখ ফরিদ ও আইয়ুব নবীকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেহ তল্লাশি করে দু’টি এলজি ও চার রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।
চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে জানান, আইয়ুব নবী ও শেখ ফরিদের বিরুদ্ধে দস্যুতা ও অস্ত্র আইনসহ বিভিন্ন ঘটনায় হবিগঞ্জ সদর, রামগতি, হাতিয়া থানায় একাধিক মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
এসআই