ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

করোনায় প্রস্তাবিত সিটিজেন ব্যাংকের এমডির মৃত্যু    

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
করোনায় প্রস্তাবিত সিটিজেন ব্যাংকের এমডির মৃত্যু
 
 

ঢাকা: প্রস্তাবিত সিটিজেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইদুল হাসান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।


 
আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাইদুল হাসান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  

প্রস্তাবিত সিটিজেন ব্যাংকে যোগদানের আগে তিনি ডাচ্ বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
 
মন্ত্রী এক শোকাবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
 
এ ছাড়া সাইদুল হাসানের মৃত্যুতে লিগ্যাল অ্যাসিস্ট্যান্স টু হেল্পলেস প্রিজনার্স অ্যান্ড পারসনসের (এলএএইচপি) চেয়ারম্যান  অ্যাডভোকেট তৌফিকা আফতাব গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
এমআইএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।