ঢাকা: টিকাটুলির সুইপার কলোনির আগুনে প্রায় ১০ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের সূত্রপাত এখনো সঠিকভাবে জানতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা।
সোমবার (১৬ নভেম্বর) বিকালে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের ঢাকা সদর জোন ১ এর উপ-সহকারী পরিচালক মো. বজলুর রশিদ জানান, সুইপার কলোনির তিনতলায় এই অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ৮ ইউনিট সেখানে গিয়ে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। এরপরে আমরা নির্বাপন ঘোষণা করি ১৫টা ৩৪ মিনিটে। তবে সূত্রপাতের কারণ এখনো জানা সম্ভব হয়নি।
আগুনে সুইপার কলোনির তিনতলায় ৯ থেকে ১০টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের সংবাদ আমরা পাইনি। তিনতলায় টিনের ছাউনি দিয়ে ঘর তৈরি করা হয়েছে। কোনো কোনো ঘরে অর্ধেক বেড়াও ছিল।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
এজেডএস/এজে