ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টিকাটুলির সুইপার কলোনিতে অগ্নিকাণ্ডে ১০ ঘর পুড়ে ছাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
টিকাটুলির সুইপার কলোনিতে অগ্নিকাণ্ডে ১০ ঘর পুড়ে ছাই

ঢাকা: টিকাটুলির সুইপার কলোনির আগুনে প্রায় ১০ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের সূত্রপাত এখনো সঠিকভাবে জানতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা।

সোমবার (১৬ নভেম্বর) বিকালে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের ঢাকা সদর জোন ১ এর উপ-সহকারী পরিচালক মো. বজলুর রশিদ জানান, সুইপার কলোনির তিনতলায় এই অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ৮ ইউনিট সেখানে গিয়ে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। এরপরে আমরা নির্বাপন ঘোষণা করি ১৫টা ৩৪ মিনিটে। তবে সূত্রপাতের কারণ এখনো জানা সম্ভব হয়নি।

আগুনে সুইপার কলোনির তিনতলায় ৯ থেকে ১০টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের সংবাদ আমরা পাইনি।  তিনতলায় টিনের ছাউনি দিয়ে ঘর তৈরি করা হয়েছে। কোনো কোনো ঘরে অর্ধেক বেড়াও ছিল।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
এজেডএস/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।