ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলায় চাঁদাবাজি মামলায় মুরাদ হোসেন মুন্না (৪০) নামে এক যুবকের ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে আট হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন বছর আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মুরাদ চরফ্যাশনের আহাম্মদপুর ইউনিয়নের আবুলবাসার চাপরাশীর ছেলে।
এ মামলায় মুরাদের সহযোগী আ. আজিজ ও লিটনের পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মুরাদের বিরুদ্ধে আরও ১৭টি মামলা রয়েছে বলে জানা গেছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৪ মার্চ রাতে নিজ বাড়ি যাওয়ার পথে মুরাদ অস্ত্র সজ্জিত হয়ে ব্যবসায়ী মো. আবুল হোসেনকে অবরুদ্ধ করে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় আবুল হোসেন বাদী হয়ে মুরাদ, লিটন, আজিজ ও ফিরোজকে আসামি করে চরফ্যাশন থানায় মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে সোমবার আদালত এ রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলা করেন এটিপি অ্যাডভোকেট আমিনুল ইসলাম সরমান এবং আসামী পক্ষে অ্যাডভোকেট মো. ছিদ্দিক।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
এসআরএস