ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে আটক ৪৪ জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
ফেনীতে আটক ৪৪ জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

ফেনী: ফেনীতে আটক হওয়া জামায়াত শিবিরের ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিশেষ জননিরাপত্তা আইনে গ্রেফতার দেখিয়ে ফেনী মডেল থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. এমরার বাদী হয়ে এ মামলা করেন।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওমর হায়দার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের রানীরহাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে ইসলামী ছাত্র শিবিরের ফেনী শহর শাখার ব্যানারে এক নবীনবরণ অনুষ্ঠান থেকে তাদের আটক করা হয়।

এ সময় অনুষ্ঠান থেকে সংগঠনের বেশকিছু বই ও লিফলেট উদ্ধার করা হয়। বিকেলে তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশ পরিদর্শক ওমর হায়দার।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
এসএইচডি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।