ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাস্ক ব্যবহার না করায় ফেনীতে ৫০ জনকে জরিমানা ও শাস্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
মাস্ক ব্যবহার না করায় ফেনীতে ৫০ জনকে জরিমানা ও শাস্তি মাস্ক না পরায় রোদে দাঁড় করিয়ে শাস্তি

ফেনী: করোনা সংক্রমণ রোধে মাস্ক না পরে জনসম্মুখে বের হওয়ায় ফেনীতে ৫০ জনকে জরিমানা ও শাস্তি দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।

দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ মোকাবিলায় মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রথমে শহরের দোয়েল চত্বর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৫০ জনকে আটক করা হয়। এ সময় তাদের মধ্যে সামর্থ্যবান ১৫ জনকে তিন হাজার টাকা অর্থদণ্ডসহ ৩৫ জনকে একঘণ্টা রোদে দাঁড় করিয়ে শাস্তি দেওয়া হয়। এরপর পরবর্তীতে সতর্কতা অবলম্বনের অঙ্গিকারে তাদের ছেড়ে দেওয়া হয়।

অভিযানে প্রশাসন ও জেলা পুলিশের একটি দলসহ স্বাস্থ্যবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
এসএইচডি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।