ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বিলে মাছ ধরতে নেমে শিশু নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
গাজীপুরে বিলে মাছ ধরতে নেমে শিশু নিখোঁজ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় বিলে মাছ ধরতে নেমে পানিতে ডুবে শিখা মনি (৮) এক শিশু নিখোঁজ হয়েছে।

শিখা মনি দিনাজপুরের কাহারোল থানার নিমুল এলাকার শ্রী সুবল চন্দ্র বর্মনের মেয়ে।

তারা সপরিবারে গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় বাসা ভাড়া থাকেন। স্থানীয় বাইমাইল এলাকায় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।  

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় কাউন্সিলর মো. আব্বাছ উদ্দিন খোকন বাংলানিউজকে জানান, বেলা ১১ টার দিকে শিখা মনি বাইমাইল এলাকায় কয়েকজন শিশুর সঙ্গে মাছ ধরতে যায়। একপর্যায়ে শিখা মনি ও অপর এক শিশু গভীর খাদে পড়ে যায়। এসময় অপর শিশুটিকে আশপাশের লোকজন জীবিত অবস্থায় উদ্ধার করে। কিন্তু শিখা মনিকে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল খবর দেওয়া হয়। খবর পেয়ে ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের লিডার মো. ফজলুর রহমান জানান, শিশুটিকে উদ্ধার চেষ্টা চলছে। তবে কোনো জায়গায় সে ডুবে গেছে নির্দিষ্ট করে কেউ বলতে পারছেন না। এছাড়া ওই জায়গাটির গভীরতা প্রায় ৫০ থেকে ৬০ ফুট। দুপুর আড়াইটা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০    
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।