ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাটখিল পৌরসভায় একদিনে ৩৫ সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
চাটখিল পৌরসভায় একদিনে ৩৫ সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন চাটখিল পৌরসভায় একদিনে ৩৫ সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন। ছবি: বাংলানিউজ

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে একদিনে ৩৫টি সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।  

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনব্যাপী এসব কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত সহকারী ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি জাহাঙ্গীর আলম।

 

সকালে প্রথমে পৌর এলাকার সাত নম্বর ওয়ার্ডে দশানী টগবা বটতলা সড়ক উদ্বোধনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বিকেলে নয় নম্বর ওয়ার্ডে চাটখিল ব্যাপারী বাড়ি সড়ক উদ্বোধনের মধ্য দিয়ে ৩৫টি সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন শেষ করেন।  

এসময় আরও উপস্থিত ছিলেন, চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী, প্যানেল মেয়র আহসান হাবিব সমীর সহ উপজেলা ও ওয়ার্ডের  বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দ।  

এ ৩৫টি সড়ক নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কুয়েত ফান্ডের ১৪ কোটি টাকা ব্যায়ে নির্মিত হবে।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।