ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৪র্থ টেস্টে স্বরাষ্ট্রমন্ত্রীর করোনা নেগেটিভ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
৪র্থ টেস্টে স্বরাষ্ট্রমন্ত্রীর করোনা নেগেটিভ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ফাইল ছবি)

ঢাকা: চতুর্থ পরীক্ষার ফলাফলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের করোনা নেগেটিভ এসেছে।  

মঙ্গলবার (১৮ নভেম্বর) দিনগত রাতে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৪ নভেম্বর সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) প্রথম টেস্টে মন্ত্রী ও জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। পরদিন ১৫ নভেম্বর রোববার রাজারবাগ সম্মিলিত পুলিশ হাসপাতালে করোনা পরীক্ষার ফল দু’জনেরই নেগেটিভ আসে। এর পরদিন ১৬ নভেম্বর রাজধানীর ডিএমএফআর মলিকিউলার ল‍্যাব অ্যান্ড ডায়াগনস্টিকের তৃতীয় দফায় মন্ত্রীর নেগেটিভ আসে। মঙ্গলবার চতুর্থ দফায় আইইডিসিআরে মন্ত্রীর নেগেটিভ ফল এসেছে।

মন্ত্রী এবং জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব সুস্থ আছেন। তাদের শরীরে করোনার কোনো লক্ষণ নেই বলে জানিয়েছেন অপু।

** স্বরাষ্ট্রমন্ত্রী ও জননিরাপত্তা সচিব করোনায় আক্রান্ত 

** স্বরাষ্ট্রমন্ত্রী আইইডিসিআরে পজিটিভ, পুলিশ হাসপাতালে নেগেটিভ


বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
এমআইএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।