সাভার (ঢাকা): নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে সাভার ও আশুলিয়ায় কারখানাসহ তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ২ লাখ ৭৫ লাখ টাকা জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
তিনি বাংলানিউজকে জানান, লাইসেন্স না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করার দায়ে সাভারের লোকনাথ সুইটমিটকে ৭৫ হাজার, কালিসাহা মিষ্টান্ন ভাণ্ডারকে ১ লাখ ২৫ হাজার ও আশুলিয়ার নিউ প্রেম কারখানাকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন র্যাব-৪ এর এএইচএম আদনান তফাদার, বাংলাদেশ স্ট্যার্ন্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সিএমের ফিল্ড কর্মকর্তা সিকদার মাহামুদসহ র্যাব কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ০৫৫৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
এসআরএস