ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদারগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
মাদারগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বহিষ্কার

জামালপুর: সরকারি দরপত্রের ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহিদ হাসানকে সাময়িক বহিষ্কার করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

গত ১৫ নভেম্বর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) লুৎফুন নাহারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে জানানো হয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহিদ হোসেনের বিরুদ্ধে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া যায়। ২০১৮-১৯ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের মোট বিক্রিত ১ হাজার ১৩টি সিডিউল বিক্রির ১৫ লাখ ১৯ হাজার ৫০০ টাকার মধ্যে তিনি সরকারি কোষাগারে ৫ লাখ ১৯ হাজার টাকা জমা দিয়ে বাকী ১০ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ।  

পরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালকের (ভিজিডি) গত ০৪ নভেম্বর ৫১.০১.০০০০.০১৮.০৬.০০৪.১৯.২৩৪ নম্বর প্রতিবেদনে তার অনিয়ম ও দুর্নীতি ধরা পরে। যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৩(খ) ধারায় আচরণ ও ৩(ঘ) ধারায় দুর্নীতি পরায়ণতার অভিযুক্ত অপরাধ। ফলে একই বিধিমালা ২০১৮ এর ১২ বিধি অনুযায়ী মাদারগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহিদ হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত জাহিদ হোসেনের মোবাইলফোন বন্ধ থাকায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।  

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।