ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের ভিত্তি স্থাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের ভিত্তি স্থাপন দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের ভিত্তি স্থাপন। ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সাতক্ষীরায় ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের ভিত্তি স্থাপন করা হয়েছে।  

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে প্রধান অতিথি সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি নির্মিতব্য তিন তলা ভবনের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন।

জেলা ত্রাণ গুদাম কাম দূর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় ১ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে এ তিন তলা ভবন নির্মাণ করা হচ্ছে। দুর্যোগ ব্যস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ ভবন নির্মাণ করা হবে।

সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল বাছেদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ফয়সাল শেখ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।