সাভার (ঢাকা): সাভারে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে ১০ জনকে আটক করে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০০ টাকা করে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।
তিনি বাংলানিউজকে জানান, সাভারের বিভিন্ন স্থানে কিছু ব্যক্তি প্রকাশ্যে মাদক সেবন করছেন। এমন গোপন খবরের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর নুসরাত জাহানের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ১০ মাদক সেবী ১০ জনকে এক মাস করে কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
এসআরএস