ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শেরপুরে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ডিস্টিক্ট করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
শেরপুরে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

শেরপুর: শেরপুরে বালু বোঝাই ট্রাক ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক সোলায়মান মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছয়ঘড়িপাড়া এলাকায় শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত সোলায়মান টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার ছাতুটিয়া গ্রামের বাসিন্দা। আহতরা হলেন সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের শিমুলতলী গ্রামের আক্কু মিয়ার ছেলে সাগর আলী (৩০), দিকপাড়া গ্রামের হাসানের ছেলে সোহাগ (২৯) ও বলাইয়েরচর ইউনিয়নের সুরুজ আলীর ছেলে মিজান (২০)।

জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের শিমুলতলী বাজার থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক যাত্রী বোঝাই করে শেরপুর যাওয়ার পথে ছয়ঘড়িপাড়া নতুন মসজিদের কাছে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক সোলায়মান নিহত এবং ৩ যাত্রী আহত হন। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনার পরপরই ট্রাক চালক ও হেলপার বালু বোঝাই ট্রাকটি রেখে পালিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন  বাংলানিউজকে জানান, ট্রাকটিকে আটক করাসহ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।