ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুই নারী ও তিন শিশুসহ ১১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার খোসালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মোড়েলগঞ্জের সুব্রত বিশ্বাস (২৪), আলী আকবর (৪৮), মাসুমা বেগম (৪৪), মুন্না রাচরাশি (২২), হেনা খাতুন (১৯), মনোয়ারা হোসেন (৩২), নাজমা বেগম (২৬), মাসুম চাপরাশি (২), মারিয়া খাতুন (৪), সুমাইয়া খাতুন (১০ মাস) ও মাদারীপুরের কালকিনি উপজেলার বিনয় মণ্ডল (৪৮)।
বিকেলে মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেহেদী হাসান খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, মহেশপুরের খোসালপুর বিওপির এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়। এদের মধ্যে তিনটি শিশু ও দুইজন নারী রয়েছেন। আটকদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করার অপরাধে মামলা দায়ের করে বিকেলে তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
এসআরএস