ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুর্নীতি কমাতে পারলে দ্রুতই হবে দ্বিতীয় পদ্মাসেতু: ব্যারিস্টার সুমন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
দুর্নীতি কমাতে পারলে দ্রুতই হবে দ্বিতীয় পদ্মাসেতু: ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। 

ঢাকা: দুর্নীত কমাতে পারলে দ্রুত সময়ের মধেই পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণ কাজ সম্পন্ন করা সম্ভব বলে দাবি করেছেন আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।  

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি পারাপারের সময় ফেসবুকে এসব দাবি করেন তিনি।

মেহেরপুরের আমঝুপি পাবলিক ক্লাবে দুটি ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছেন তিনি।

ব্যারিস্টার সুমন বলেন, আমরা প্ল্যান করে সামনের দিকে এগিয়ে যেতে চাই । বাংলাদেশ আর পেছনে থাকবে না। করোনার সময়েও আমরা দেখিয়েছি বাংলাদেশ কিভাবে ঘুরে দাঁড়াতে পারে। আমাদের যে প্রবাসী আছে ইচ্ছে করলে এদের ফান্ড থেকেই দ্বিতীয় পদ্মাসেতু বানাতে পারি। আমরা যদি নিজেদেরকে কন্ট্রোল করতে পারি, দুর্নীতি কমাতে পারি আমার বিশ্বাস খুব অল্প সময়ের ভেতরে দ্বিতীয় পদ্মাসেতু তৈরি করে অর্থনীতির সুপার হাইওয়েতে যেতে পারবো বলে আমি বিশ্বাস করি। দ্বিতীয় পদ্মাসেতু হয়ে গেলে আমরা অর্থনীতির সুপারহাওয়েতে চলে যাবো।

তিনি আরো বলেন, আমি  ফেরি দিয়ে মেহেরপুরে যাচ্ছিলাম। এসে দেখি এখানেও একটা সেতু লাগে। সেই হিসেবে বাংলাদেশে তিনটা সেতুই লাগে। একটা যমুনায় হয়ে গেছে, মাওয়া ও জাজিরায় আরো একটা সেতু হচ্ছে। এটার কাজ শেষের দিকে। দৌলদিয়া-পাটুরিয়ায় একটা সেতু লাগে। এটার নাম হয়তো দ্বিতীয় পদ্মাসেতু হবে।  এই সেতু হয়ে গেলে বাংলাদেশের কমিউনিকেশন অনেক ডেভলপমেন্ট হবে। দ্বিতীয় পদ্মাসেতু হলে বাংলাদেশের অর্থনীতিতে কত ধরনের ডেভলপমেন্ট হবে তা চিন্তাই করা যায় না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি এখানেও যেন একটা সেতুর কাজ শুরু করা যায়, যেহেতু পদ্মাসেতুর কাজ শেষের দিকে। আমরা যেহেতু সুপার হাইওয়েতে যেতে চাই, দ্বিতীয় পদ্মাসেতু হয়ে গেলে তা অনেক সহজ হবে। আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এইটার কাজ শুরু করা যায় কিনা, এটা নিয়েও চিন্তা করা যায় কিনা। আমরা এখন আর পেছনে থাকতে চাই না। প্রধানমন্ত্রীর হাতে যদি দ্বিতীয় পদ্মাসেতুর কাজ শেষ হয় তবে দেশ অর্থনীতিতে অনেক শক্তিশালী হবে। আমাদেরতো সামর্থ আছে আমরা তো প্রমাণ করেছি বিশ্বব্যাংকের টাকা ছাড়াও নিজস্ব অর্থায়নে আমরা পদ্মাসেতু নির্মাণ করছি।

বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
এমআইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।