ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে ববিনের গোডাউনে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
আড়াইহাজারে ববিনের গোডাউনে আগুন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ববিনের (সুতার রাখার যন্ত্র) গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২০ নভেম্বর) ভোরে উপজেলার ফতেহপুর ইউনিয়নের চৌথার কান্দা গ্রামে আবুল হোসেনের মালিকানাধীন গোডাউনে এ আগুন লাগার ঘটনা ঘটে।

গোডাউনের মালিক আবুল হোসেন জানান, ভোরের দিকে তার ববিনের গোডাউনে একটি পাশ থেকে আগুনের সুত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। আগুনে তার ববিনের পুরো গোডাউন পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে আড়াইহাজার থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মালিকপক্ষের দাবি ক্ষয়ক্ষতির পরিমাণ হবে ৮ থেকে ৯ লাখ টাকা।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মালিক পক্ষের দাবি ৯ লাখ হলেও তদন্তসাপেক্ষ প্রকৃত কারণ নিরূপন করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।