কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে তিনটি চাকুসহ ‘কিশোর গ্যাং’ এর ৩ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএনএম শোভন খান এ তথ্য জানান।
এর আগে, শুক্রবার (২০ নভেম্বর) ভোরে কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ জেলা স্মরণী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক কিশোর গ্যাং সদস্যরা হলেন- কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ নতুন পল্লী এলাকার হারাধন দাসের ছেলে শুভ দাস (১৮), বত্রিশ নূরানী সড়ক এলাকার শফিকুল ইসলাম মুকুলের ছেলে রিফাত আহমেদ সাবের (১৭) ও নগুয়া এতিমখানা রোডের আয়াতুল ইসলামের ছেলে আতিকুল ইসলাম (১৭)।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএনএম শোভন খান বাংলানিউজকে জানান, র্যাবের কাছে খবর আসে জেলা শহরের বত্রিশ জেলা স্মরণী এলাকায় কতিপয় কিশোর গ্যাং এর সদস্যরা দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে। খবর পেয়ে শুক্রবার (২০ নভেম্বর) ভোরে ওই এলাকায় র্যাবের সদস্যরা অভিযান চালিয়ে কিশোর গ্যাং এর ৩ সদস্যকে আটক করেন। তবে এসময় ঘটনাস্থল থেকে অজ্ঞাত আরও দুই-তিনজন পালিয়ে যান। পরে আটকদের ৩ জনের কাছ থেকে তিনটি চাকু জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
এনটি