ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাটগ্রামে নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
পাটগ্রামে নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নিখোঁজের একদিন পর নদী থেকে দুলাল চন্দ্র দুলু (৪৯) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বাংলানিউজকে এ তথ্য জানান।

এর আগে, একই দিন সন্ধ্যায় উপজেলার বাউরা এলাকার সানিয়াজান নদীতে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার নবীনগর গ্রামের মৃত জোগেশ চন্দ্রের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি দুলু। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলাতে পারেনি পরিবারের সদস্যরা।  শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয়রা ভারতীয় সীমান্তবর্তী এলাকার সানিয়াজান নদীতে তার মরদেহ ভাসতে দেখে প্রথমে বিজিবিকে খবর দেন। এরপর পাটগ্রাম থানা পুলিশ খবর পেয়ে বিজিবির সহায়তায় দুলুর মরদেহ উদ্ধার করে।

মৃত দুলাল চন্দ্র দুলু দীর্ঘদিন থেকে হিস্টিরিয়া (মৃগী) রোগে ভুগছিলেন। নদীতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন স্থানীয়রা

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।