ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি এক হাজতির মৃত্যু হয়েছে। তার হাজতি নম্বর ২৩৯৫/১৭।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত হাজতি ময়মনসিংহের নান্দাইল থানার চরদিরামপুর এলাকার হাছেন আলীর ছেলে মো. সাইম।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার রত্না রায় জানান, আশুলিয়া থানার নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি ছিলেন মো. সাইম। সন্ধ্যায় হঠাৎ করে কারাগারের ভেতর তিনি অসুস্থ হয়ে পড়েন। এসময় প্রথমে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মো. সাইম মারা যান। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা নম্বর-২৩(১২)১৭, ধারা- নারী ও শিশু নির্যাতন আইন ৯(২) রুজু ছিল।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
আরএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।