ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাংনীতে আগুনে পুড়লো কৃষকের সম্বল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
গাংনীতে আগুনে পুড়লো কৃষকের সম্বল দগ্ধ ছাগল।

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা গ্রামে আগুন লেগে হাফিজুর রহমান নামে এক কৃষকের সব সম্বল পুড়ে গেছে। আগুনে তিনটি গরু, দুইটি ছাগলসহ প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত কৃষক দাবি করেছেন।

শনিবার (২১ অক্টোবর) ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে।

কৃষক হাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, ভোরে হঠাৎ ঘুম ভেঙে দেখি গরুর গোয়ালে আগুন জ্বলছে। বাড়ির সবাই তড়িঘড়ি করে আগুন নেভানোর চেষ্টা করি। পরে আমাদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। পরে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি। ততক্ষণে অগ্নিকাণ্ডে আমার ৩টি গরু, ২টি ছাগল ও ঘরে থাকা মালপত্র পুড়ে গেছে। সব মিলে আমার প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  

স্থানীয় তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য বজলুর রহমান হ্যাবা বাংলানিউজকে জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।