ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান  মতবিনিময় সভায় অতিথিরা

খুলনা: ‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় তৃণমূল পর্যায়ে কঠোর স্বাস্থ্যবিধি মানতে হবে। এজন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা, সামাজিক দূরত্ব রক্ষা করাসহ সরকারি স্বাস্থ্য নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।

একই সঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমিষ গ্রহণ, নিয়মিত শরীর চর্চার অভ্যাস গড়ে তুলতে হবে। গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজকে এ বিষয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ’ 

শনিবার (২১ নভেম্বর) দুপুরে খুলনার পূর্বাঞ্চল ডায়ালগ সেন্টারে খুলনা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (কেটিজেএ) আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা: মিডিয়া ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোস্তফা জামাল পপলুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক একুশে টেলিভিশনের খুলনা প্রতিনিধি মহেন্দ্র নাথ সেন। বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বিএমএ’র সাধারণ সম্পাদক ও খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ নন্দী, মোতাহার রহমান বাবু, পূর্বাঞ্চল সম্পাদক মোহম্মদ আলী সনি, প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার, দিদারুল আলম, কেসিসির সাবেক জনসংযোগ কর্মকর্তা সরদার আবু তাহের, ওয়ার্কার্স পার্টির নগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের হুমায়ূন কবির ববি, নাগরিক নেতা শফিকুল ইসলাম চন্দন, মামুনুর রশিদ, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, সাংবাদিক এনামুল হক, সোহরাব হোসেন, মো. বশির হোসেন, কবি আব্দুল হাকিম, এস এম সোহরাব হোসেন প্রমুখ।  

অনুষ্ঠানে সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের অর্ধশতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।