পাকিস্তানের বালুচ ন্যাশনাল মুভমেন্টের (বিএনএম) চেয়ারপারসন খলিল বালুচ বলেছেন, বেলুচিস্তানের কোণে কোণে পাকিস্তানি সেনাবাহিনীর নিষ্ঠুরতা এখনো বিদ্যমান রয়েছে।
তিনি বলেন, কয়েক দিন থেকেই দাস্ত, আওরান ও জাহু অঞ্চলে একটি নতুন সামরিক অভিযান শুরু হয়েছে।
বিএনএম চেয়ারম্যান বলেন, দুই দশক ধরে বেলুচিস্তানের বেশ কয়েকটি অঞ্চল প্রতিদিনের জন্য সামরিক অভিযানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের (সিপিসি) উদ্বোধনের সময় থেকে পাকিস্তান এই সামরিক অভিযানকে এই অঞ্চলে ছড়িয়ে দিয়েছে। সে সময় শত শত গ্রাম এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং হাজারো মানুষকে জোরকরে সরিয়ে দেওয়া হয়েছে। নিহতও হয়েছেন আরও হাজারখানেক মানুষ। আর এগুলো করা হয়েছে শুধুমাত্র এই অঞ্চলে পাকিস্তান সরকারের আধিপত্য বজায় রাখতে।
‘বালুচিস্তানের ধারাবাহিক গণহত্যা’ সত্ত্বেও তাদের নীরবতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন খলিল বালুচ। একইসাথে তিনি এ বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
এইচএমএস/