ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মা-বাবাকে মারধরের দায়ে মেয়ে কারাগারে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
মা-বাবাকে মারধরের দায়ে মেয়ে কারাগারে সীমা আক্তার

বরগুনা: পেনশনের টাকার জন্য মা-বাবাকে মারধর রক্তাক্ত করে হাসপাতালে পাঠানোর ঘটনায় দায়ের করা মামলায় মেয়ে সীমা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।

জানা যায়, শুক্রবার (২০ নভেম্বর) রাতে বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করেন গ্রেফতার সীমার মা ও ভুক্তভোগী জাহানারা বেগম। পরে ওইদিন রাতেই ঢাকা যাওয়ার পথে যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে সিমা আক্তারকে গ্রেফতার করে পুলিশ।  

এর আগে, গত ১৯ নভেম্বর (বুধবার) রাতে বাবার পেনশনের এক লাখ টাকার দাবিতে স্বামী ও স্বজনদের নিয়ে মা-বাবাকে মেরে রক্তাক্ত করেন মেয়ে সিমা।

মামলায় সীমা আক্তার ও তার স্বামী হাফিজুর রহমানসহ পাঁচ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে ওসি তারিকুল ইসলাম বাংলানিউজকে জানান, টাকার জন্য মা-বাবাকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার প্রধান আসামি মেয়ে সীমাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।