সিরাজগঞ্জ: শাহজাদপুরে জঙ্গি আস্তানায় আত্মসমর্পণ করা জেএমবির (জামাতুল মুজাহিদীন বাংলাদেশ) চার সদস্যের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে। রাতে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে শাহজাদপুর থানায় মামলা দায়ের করা হয়। জেএমবির সদস্যরা হলেন, জেএমবি’র আঞ্চলিক সেকেন্ড-ইন-কমান্ড কিরণ ওরফে শামিম ওরফে হামিম, নাঈমুল ইসলাম, আতিয়ার রহমান ওরফে কলম সৈনিক ও আমিনুল ইসলাম শান্ত।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, র্যাব-১২ এর ডিএডি আনোয়ারুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে, বিস্ফোরক আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে তিনটি মামলা দায়ের করেন। রাতে তাদের আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২২৪৮ ঘন্টা, নভেম্বর ২১, ২০২০
ইউবি