ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে মাদক সংশ্লিষ্টতায় গ্রেফতার ২৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
রাজধানীতে মাদক সংশ্লিষ্টতায় গ্রেফতার ২৮ ফাইল ফটো

ঢাকা: রাজধানীতে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (২১ নভেম্বর) ভোর ৬টা থেকে রোববার (২২ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার ডিসি মো. ওয়ালিদ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নিয়মিত অভিযানে মাদকদ্রব্যসহ ২৮ জনকে গ্রেফতার করে থানা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশের টিম। অভিযানে তাদের কাছ থেকে ২ হাজার ৩১০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০৬ গ্রাম হেরোইন, ৩৮ বোতল ফেনসিডিল, ৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৫টি নেশাজাতীয় ইনজেকশন ও ২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
এসজেএ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।