ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে পৌরসভা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
ফেনীতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে পৌরসভা

ফেনী: করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসচেতনতা তৈরিতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারসহ সাবান বিতরণ কর্মসূচি পালন করেছে ফেনী পৌরসভা।  

রোববার (২২ নভেম্বর) সকালে শহরের ট্রাংক রোডস্থ দোয়েল চত্বর মোড়ে কার্যক্রমটির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন ও প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার।

সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি বজায় রাখি, করোনা প্রতিরোধ করি, স্লোগানে কর্মসূচিতে আরও অংশ নেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মনিরুজ্জামান ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।  

অনুষ্ঠিত কার্যক্রমে প্রায় ৫০ হাজার পিস মাস্ক, ২৫ হাজার হ্যান্ড স্যানিটাইজার ও ২০ হাজার পিস সাবান শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিতরণ করা হয়।

এসময় জেলা প্রশাসক বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনগণের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করতে আমরা এ কর্মসূচি পালন করছি।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
এসএইচডি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।