ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

 প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নীলুফার আহমেদের চুক্তির মেয়াদ বাড়লো 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
 প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নীলুফার আহমেদের চুক্তির মেয়াদ বাড়লো  নীলুফার আহমেদ

ঢাকা: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নীলুফার আহমেদের চুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার।
 
আগামী ৫ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে রোববার (২২ নভেম্বর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


 
আদেশে বলা হয়েছে, সরকারের সচিব পদমর্যাদা ও সে সংশ্লিষ্ট সুবিধাসহ প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত বিশেষ সহকারী পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
 
এ পুনঃচুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে আগের চুক্তির শর্তগুলো অপরিবর্তিত রেখে পুনরায় চুক্তিপত্র সম্পাদন করতে হবে।
 
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মহাপরিচালক নীলুফার আহমেদকে চলতি বছরের ২ জানুয়ারি সচিব পদমর্যাদায় বিশেষ সহকারী পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
 
অপর আদেশে, সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও মাইক্রোবায়োলজির অধ্যাপক ডা. মো. ময়নুল হকের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে।
 
অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা বাতিলের শর্তে আগামী ১৮ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে চুক্তিতে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
এমআইএইচ/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।