রাঙামাটি: রাঙামাটির রাজস্থলী উপজেলার বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন।
রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের কারিগর পাড়ার হাতিমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রোববার সকালে রাজস্থলী হতে রাঙামাটির উদ্দেশে ছেড়ে যাওয়া শাহ আমানত (চট্র মেট্রো-০২-০৪-০১০২) নামক বাসটি কারিগর পাড়ার হাতিমারা এলাকায় অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২৫ জন যাত্রী আহত হন। খবর পেয়ে বাঙালহালিয়া ক্যাম্পের সেনাবাহিনী এবং ডংছড়ি বিজিবির সদস্যরা আহতদের উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে অটোরিকশা চালকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, বাস এবং অটোরিকশাটি জব্দ করা হয়েছে। আহতদের চন্দ্রঘোনা মিশন হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
এনটি