বরিশাল: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে উগ্র মৌলবাদী গোষ্ঠীর ভুল ব্যাখ্যা এবং বঙ্গবন্ধুকে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।
রোববার (২২ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ‘বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে তারা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী আসাদুজ্জামান অ্যানী বলেন, ভাস্কর্য হচ্ছে কোনো ব্যক্তি বা রাষ্ট্রের ঐতিহ্য-ইতিহাসকে স্মরণ করার জন্য তৈরি করা হয়। কিন্তু একটি মৌলবাদী গোষ্ঠী ভুল ব্যাখ্যা দিয়ে দেশের মানুষকে ভুল বার্তা দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এছাড়াও মানববন্ধনে রাজু গাজী, আরিফ শেখ, আরাফাত, রুপমসহ অনেকে বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
এমএস/এইচএডি