ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ঐতিহ্যবাহী ‘লাঠিখেলা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
কুষ্টিয়ায় ঐতিহ্যবাহী ‘লাঠিখেলা’

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে দিনব্যাপী অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ‘লাঠি খেলা’।

রোববার (২২ নভেম্বর) দিনব্যাপী কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ‘বারাতালা স্পোটিং ক্লাব’র আয়োজনে বারুইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

সকালে এ খেলার উদ্বোধন করেন দিশা সংস্থার নির্বাহী পরিচালক রবিউল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক তসলিম উদ্দিন খান, বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. শফিকুল ইসলাম মন্টু, বারাতালা স্পোর্টিং ক্লাবের সভাপতি তুফান আলী, সাধারণ সম্পাদক মাসুম বিশ্বাস প্রমুখ।

বারাতালা স্পোর্টিং ক্লাবের সভাপতি তুফান আলী বাংলানিউজকে বলেন, বাংলাদেশে ইতিহাস-সংস্কৃতির অংশ হিসেবে বাঙালির রক্তে মিশে ছিল ঐতিহ্যবাহী লাঠিখেলা, যা কালের বিবর্তনে এখন প্রায় বিলুপ্তির পথে। আমরা আমাদের উদ্যোগে প্রতিবছর লাঠিখেলার আয়োজন করে থাকি। এই খেলা টিকিয়ে রাখতে আমরা চেষ্টা করে যাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।