কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে দিনব্যাপী অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ‘লাঠি খেলা’।
রোববার (২২ নভেম্বর) দিনব্যাপী কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ‘বারাতালা স্পোটিং ক্লাব’র আয়োজনে বারুইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক তসলিম উদ্দিন খান, বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. শফিকুল ইসলাম মন্টু, বারাতালা স্পোর্টিং ক্লাবের সভাপতি তুফান আলী, সাধারণ সম্পাদক মাসুম বিশ্বাস প্রমুখ।
বারাতালা স্পোর্টিং ক্লাবের সভাপতি তুফান আলী বাংলানিউজকে বলেন, বাংলাদেশে ইতিহাস-সংস্কৃতির অংশ হিসেবে বাঙালির রক্তে মিশে ছিল ঐতিহ্যবাহী লাঠিখেলা, যা কালের বিবর্তনে এখন প্রায় বিলুপ্তির পথে। আমরা আমাদের উদ্যোগে প্রতিবছর লাঠিখেলার আয়োজন করে থাকি। এই খেলা টিকিয়ে রাখতে আমরা চেষ্টা করে যাচ্ছি।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
এনটি