ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সহকারী সচিব হলেন ক্যাডার বহির্ভূত ১৪ এও-পিও

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
সহকারী সচিব হলেন ক্যাডার বহির্ভূত ১৪ এও-পিও সরকারের লোগো

ঢাকা: সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে ১৪ জন প্রশাসনিক (এও) ও ব্যক্তিগত (পিও) কর্মকর্তাকে ক্যাডার বহির্ভূত পদে পদোন্নতি দিয়ে সহকারী সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, নবম গ্রেড (২২০০০-৫৩০৬০/-) প্রদান করে রোববার (২২ নভেম্বর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পদোন্নতি দিয়ে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

ব্যক্তিগত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা মো. মহিউদ্দীন শামীম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এ কে এম গোলাম মওলা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মো. মুর্শিদ আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মো. মেহেদী হাসান, মুহাম্মদ জাহিদ হোসেন ও খন্দকার মমিনুর রহমান।

আর প্রশাসনিক কর্মকর্তারা হলেন- বাণিজ্য মন্ত্রণালয়ের মো. সুলতান আহমেদ ও মো. বেলায়েত হোসেন ফরুকী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মো. আমিনুর রহমান, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের মো. সুলতান উদ্দিন, মন্ত্রিপরিষদ বিভাগের মোহাম্মদ আশিকুর রহমান, রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের মোরশেদা বেগম ও অর্থবিভাগের জাহিদা খাতুন।

প্রশাসনে নন-ক্যাডার ক্যাটাগরিতে উপ-সচিবের নয়টি, জ্যেষ্ঠ সহকারী সচিবের ৫৭টি ও সহকারী সচিবের ২১০টি পদ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০ 
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।