মৌলভীবাজার: করোনা সংক্রমণ প্রতিরোধে মৌলভীবাজার জেলায় মাস্ক পরিধান নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করছে জেলা প্রশাসন।
রোববার (২২ নভেম্বর) মৌলভীবাজার জেলা শহর এবং সকল উপজেলায় একযোগে ২০টি স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
এছাড়া করোনা ভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ প্রতিরোধে মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচি আয়োজিত হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।
সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মো. মামুনুর রশীদসহ বিভিন্ন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
জেলা শহর ও সকল উপজেলায় একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার।
মাস্ক পরিধান নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ২২ নভেম্বর, ২০২০
বিবিবি/এইচএমএস