ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে নারীকে গণধর্ষণ, ১১ মাস পর গ্রেফতার ২

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
সাভারে নারীকে গণধর্ষণ, ১১ মাস পর গ্রেফতার ২ ১১ মাস পর গ্রেফতার দুই ধর্ষক

সাভার (ঢাকা): সাভারের কাউন্দিয়া এলাকায় হবু স্বামীকে বেঁধে রেখে (১৮) এক নারীকে পালাক্রমে ধর্ষণের দায়ে ১১ মাস পর দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ট্যানারী ফাঁড়ি ইনচার্জ (এসআই) জাহিদুল ইসলাম জাহিদ।

এর আগে ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর রাতে সাভারের কাউন্দিয়া এলাকায় নান্নু হালদারের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় একটি মামলা দায়ের হলে দীর্ঘ ১১ মাস পর শনিবার (২১ নভেম্বর) রাতে গাজিপুরের চন্দ্রা এলাকা থেকে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া দুজন হলেন- মো. হোসেন (২৬) ও মুন্না (২৭)।  

পুলিশ জানায়, গত বছরের ২৩ সেপ্টেম্বর রাতে কাউন্দিয়া এলাকায় হবু স্বামীকে ওড়না দিয়ে বেঁধে রাতভর হোসেন ও মুন্না মিলে ধর্ষণ করে। পরে এ বিষয়ে সাভার থানায় মামলা হলে ঢাকা জেলা পুলিশ সুপার ও সাভার মডেল থানার তদন্ত ওসি সাইফুল ইসলামের নির্দেশে অভিযান চালিয়ে দীর্ঘ ১১ মাস পর গাজিপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ট্যানারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসাআই) জাহিদুল ইসলাম বলেন, আসামিরা গত কয়েক মাসে বিভিন্ন স্থান পরিবর্তন করেছে। তাদের ধরাটা অনেকটাই কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়ে ছিল। তারা প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছে। গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।