বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম ও কাহালু উপজেলায় মাস্ক না পরায় ৬১ ব্যক্তিকে মোট ১২ হাজার ৪৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শারমিন আখতার ও কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান রোববার (২২ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক দু’টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নন্দীগ্রাম পৌর শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্বাস্থবিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করায় ১৪ জনকে ৪ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. শারমিন আখতার। এর আগে তিনি গত বৃহস্পতিবার উপজেলা পরিষদের সামনে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ জনকে ৩ হাজার ৩০০ টাকা জরিমানা করেন।
এদিকে, রোববার সন্ধ্যায় কাহালু উপজেলার জামগ্রাম ও মালঞ্চা বাজারে মাস্ক ছাড়া অযথা বাইরে ঘোরাঘুরি করার দায়ে ১২ জনকে ২ হাজার ২০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাছুদুর রহমান। গত বুধবার অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে ১৫ জনকে ২ হাজার ৯৫০ টাকা জরিমানা করেন তিনি।
কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাছছুদুর রহমান জানান, সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে আমাদের প্রত্যেকের মাস্ক পরা উচিত। সরকরি নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এ অভিযান চলছে। পরবর্তীকালেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
কেইউএ/এফএম