ঝিনাইদহ: ঝিনাইদহে আবাদি জমিতে খাল খননের সিন্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা।
সোমবার (২৩ নভেম্বর) সকালে জেলা সদর উপজেলার হামদরডাঙ্গা গ্রামের মাঠে এ কর্মসূচির অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন- কৃষক নজরুল ইসলাম, মাহবুবুর রহমান, আমিনুর ইসলাম, আব্দুল আজিজ মণ্ডল, জমির হোসেনসহ অনেকেই।
তারা বলেন, ওই পাঁচ গ্রামের মধ্যে অবস্থিত মাঠে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএনডিসি) খাল খননের সিন্ধান্ত নিয়েছে। খাল খনন করা হলে আবাদি জমি নষ্ট হবে। জমি হারিয়ে নিঃস্ব হবে গরিব কৃষক। তাই খাল খনন না করার দাবি আমাদের।
মানববন্ধন শেষে তারা সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
এসআরএস