সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে আঁখি খাতুন (২০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাতে উপজেলার পোতাজিয়া রায়পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আঁখি ওই রায়পাড়ার মামুন শেখের স্ত্রী ও পাবনার সাথিয়া উপজেলার সোনাতলা গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন বছর আগে মামুন শেখের আঁখি খাতুনের বিয়ে হয়। তাদের ঘরে একটি কন্যা (২) সন্তান রয়েছে। কিন্তু বেশ কিছুদিন ধরে উভয়ের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এ অবস্থায় রোববার রাতে আঁখির ঝুলন্ত মরদেহে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ বাংলানিউজকে জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
এসআরএস