'সাব-রেজিস্ট্রার অফিস কিংবা অন্য কোনো অফিসে কি টাকা ছাড়া কাজ হয়? আমি নিজেও তো ১০০ পারসেন্ট খাঁটি মানুষ না। আমিও কিছু খাই।
সাংবাদিকদের একটি অনুষ্ঠানে উপস্থিত সাব রেজিস্ট্রারসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে প্রকাশ্যে অকপটে এসব অপ্রিয় সত্য কথা বললেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক ছাত্র নেতা মনিরুজ্জামান মনির।
রোববার (২২ নভেম্বর) নবীনগর প্রেসক্লাবের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে 'মফস্বল সাংবাদিকতা ও আমাদের প্রত্যাশা' শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে নবীনগর পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস বর্তমান সাংবাদিকতার কড়া সমালোচনা করে বলেন, 'যাদের কাজ নেই, যাদের পত্রিকা নেই, সাংবাদিকতার নাম দিয়ে সেই তাদের শুধু দরকার একটি পত্রিকার কার্ড। যেই কার্ড পেলে, সাংবাদিকেরা পরীক্ষা কেন্দ্রে, ভোট কেন্দ্রে যেতে পারেন। আর অবৈধ হোন্ডার (মোটরসাইকেল) পেছনে 'প্রেস' লাগিয়ে ঘোরেন, যেন পুলিশ তাদের ধরতে না পারে। এটা হলো বর্তমান সাংবাদিকতা। ’
প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার। অনুষ্ঠানে সাংবাদিকসহ বিশিষ্টজনেরা বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
এসআই