ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে নির্মিতব্য ভাস্কর্য ভেঙে ফেলার হুমকিদাতাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহ্বান জানিয়েছে দেশের ১১টি জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক ফেডারেশন।
সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, ভাস্কর্য একটি দেশের ইতিহাস ও ঐতিহ্যের ধারক।
এ ধরনের অপচেষ্টা বাংলাদেশ রাষ্ট্রের অসাম্প্রদায়িক চেতনা এবং গণতান্ত্রিক ভিত্তির ওপর চরম আঘাত। আমরা সব ধরনের রাজনৈতিক কৌশল পরিহার করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব রাজনৈতিক, ছাত্র-যুব, নারী, মুক্তিযোদ্ধা, পেশাজীবী, মানবাধিকার এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনকে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধী এবং উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর এ ধরনের অপতৎপরতা প্রতিরোধ করার আহ্বান জানাই।
বিবৃতি পাঠানো সংগঠনগুলো হলো- সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ চারুশিল্পী সংসদ, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ, আইটিআই বাংলাদেশ কেন্দ্র, বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ এবং বাংলাদেশ গ্রাম থিয়েটার।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
ডিএন/আরআইএস