সিলেট: সিলেটে সৈয়দা তামান্না (১৯) নামে এক নববধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর বাসার দরজা বাইরে থেকে আটকে পালিয়েছেন নিহতের স্বামী আল মামুন (২৮)।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে নগরের উত্তর কাজিটুলা ৪/১মাহবুবুর রহমানের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত সৈয়দা তামান্না সিলেটের দক্ষিণ সুরমার বলদী এলাকার ফয়জুর রহমানের ছেলে। তার স্বামী অভিযুক্ত পলাতক আল মামুনের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জে।
সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বেলা দেড়টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় বাইরে থেকে তালাবদ্ধ বাসার দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।
প্রতিবেশীদের বরাত দিয়ে তিনি বলেন, ভালোবেসে মাত্র দুই মাস আগে তাদের বিয়ে হয়েছে। নববধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর তার স্বামী পলাতক রয়েছে। তার খোঁজে রয়েছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
এনইউ/এএটি