ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২ হাজার ১০৫ কেজি চাল জব্দ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
সিরাজগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২ হাজার ১০৫ কেজি চাল জব্দ  সিরাজগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২ হাজার ১০৫ কেজি চাল জব্দ, ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে  খাদ্যবান্ধব কর্মসূচির দুই হাজার ১০৫ কেজি চাল জব্দ করা হয়েছে।  

সোমবার (২৩ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহর নেতৃত্বে সয়দাবাদ ইউনিয়নের দুখিয়াবাড়ী ও সয়দাবাদ উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।

তবে এসব ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।  

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুখিয়াবাড়ী গ্রামের রমজান আলী ওরফে ভাষার বাড়িতে অভিযান চালিয়ে ২৬ বস্তায় মোট ৮০০ কেজি চাল জব্দ করা হয়। পরে একই গ্রামের আমজাদ হোসেনের বাড়ি থেকে ২০ বস্তায় ৬০০ কেজি ও সয়দাবাদ উত্তরপাড়ার মানিক চন্দ্রের বাড়ি থেকে ২৩ বস্তায় ৭০৫ কেজি চাল উদ্ধার করা হয়। তিনটি অভিযানে মোট ৬৯ বস্তায় দুই হাজার ১০৫ কেজি চাল জব্দ করা হয়। এসব চাল খাদ্যবান্ধব কর্মসূচি ও ভিজিডির বলে নিশ্চিত করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য।

তিনি আরও বলেন, চাল চুরির ঘটনার সঙ্গে জড়িতরা পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে নিয়মিত মামলা করার জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশনা দেওয়া হয়েছে। জব্দ করা চাল সয়দাবাদ ইউনিয়ন পরিষদে সংরক্ষণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।