ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে রয়েল গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
বেগমগঞ্জে রয়েল গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেফতার ৩ গ্রেফতারকৃত তিনজন, ছবি: বাংলানিউজ

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ  উপজেলায় পৃথক অভিযান চালিয়ে সন্ত্রাসী বাহিনী রয়েল গ্রুপের সেকেন্ড ইন কমান্ড ইছালামসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।  

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ থানা পুলিশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে সোমবার বিকেল থেকে মধ্য রাত পর্যন্ত অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করা হয়। এসময় রয়েল গ্রুপের সেকেন্ড ইন কমান্ড মো. ইমন হোসেন ইছালামকে (২০) অস্ত্রসহ গ্রেফতার করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গভীর রাতে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের মুজাহিদপুর এলাকার একটি মাছের প্রজেক্ট থেকে দেশি পাইপগান ও একটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়। ইছালাম বেগমগঞ্জ উপজেলার দক্ষিণ নাজিরপুর গ্রামের বাবুল হোসেন নুর মিয়ার ছেলে।  

এছাড়া অপর অভিযানে, এক বছর এক মাসের সাজার আদেশ প্রাপ্ত আসামি নুর হোসেন জাবেদকে (২৪) এবং তিন মাসের সাজার আদেশ প্রাপ্ত আসামি আব্দুর রহমান রুবেলকে গ্রেফতার করা হয়। নুর হোসেন জাবেদ উপজেলার মধ্যম নাজিরপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে এবং রুবেল উপজেলার পৌর হাজীপুর এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকাদার জানান, গ্রেফতারকৃতদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।