সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় বিয়ার, মদ ও গাঁজাসহ পাঁচ মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪ এর সদস্যরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী।
এর আগে, সোমবার (২৩ নভেম্বর) রাতে আশুলিয়ার বড়িরবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক পাঁচজন হলেন- ঢাকার নাজমুল হাসান (২৩), অনিক সরকার (২৩), বগুড়ার মো. সোহাগ (২৯), চাঁদপুরের মো. ফজলের রাব্বী (২২) ও কুষ্টিয়ার আসাদ আলী (২৩)।
র্যাব-৪ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বড়িরবাড়ি এলাকা থেকে ওই পাঁচ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৬০ বোতল বিয়ার, সাত বোতল বিদেশি মদ, এক কেজি গাঁজা ও ১০টি সিম কার্ড জব্দ করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-৪ এর এএসপি মো. জিয়াউর রহমান চৌধুরী বাংলানিউজকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা তাদের অপরাধ স্বীকার করেছেন। তারা দীর্ঘ দিন থেকে দেশের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে আশুলিয়া এলাকায় ডিলার ও খুচরা বিক্রয়কারীদের কাছে বিক্রি করে আসছিলেন। এ বিষয়ে আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
এসআরএস