সুনামগঞ্জ: বিশুদ্ধ পানি সরবরাহে সুনামগঞ্জ পৌর এলাকার গ্রাহকদের শহরের ময়নার পয়েন্ট এলাকায় ১৭ কোটি টাকা ব্যয়ে সার্ভিস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে ভার্চ্যুয়ালি জুমের মাধ্যমে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
সুনামগঞ্জ পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে বৃহৎ এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র নাদের বখত বলেন, সুনামগঞ্জ পৌরসভার যাবতীয় নাগরিক সেবার শতভাগ নিশ্চিতে বর্তমান সরকার যথেষ্ট আন্তরিক। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্রত্যক্ষ সহযোগিতায় পৌরসভার বহুমুখী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে। ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত সার্ভিস ওয়াটার ট্রিটমেন্ট প্লাণ্টের মাধ্যমে পৌরসভার ৭৫ ভাগ গ্রাহককে পানি সেবা দেওয়া হবে। পৌরসভার মল্লিকপুর এলাকায় আরেকটি ওয়াটার ট্রিটমেন্ট প্লাণ্ট নির্মাণে পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়ন হলে পৌরসভার শতভাগ নাগরিকদের পানি সেবা দেওয়া যাবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, কাউন্সিলার আহমদ নূর, গোলাম সাবেরীন সাবু, ফয়জর নূর, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক লিটন সরকার, ক্রীড়া সংগঠক পারভেজ আহমদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
এসআরএস