ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ যুবকের কারাদণ্ড ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকার যমুনা নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলের দিকে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার খলসি ইউনিয়নের রৌহা গ্রামের শিকদার মাষ্টারের ছেলে আশরাফুল আলম (৩২) এবং আসলাম শেখের ছেলে শাহিন হোসেন (২৪)।  

দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ বাংলানিউজকে বলেন, যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে দায়ে আশরাফুলকে ছয় মাস ও শাহিনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।