গোপালগঞ্জ: গোপালগঞ্জে স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনা ও রেজিস্ট্রেশন নবায়ন না করার অপরাধে তিন ক্লিনিককে জরিমানা করেছেন ভ্রম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন ক্লিনিককে মোট তিন লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাহউদ্দিন দিপু।
তিনি জানান, জেলা শহরের মডেল স্কুল রোডের মেডিকেয়ার ক্লিনিকের স্বাস্থ্য বিভাগের অনুমোদন না থাকায় দুই লাখ টাকা ও মোহাম্মদপাড়া রোডের সার্জিক্যাল ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া রেজিস্ট্রেশন নবায়ন না করা ও অব্যবস্থাপনার কারণে শহরের বাজার রোডের গোপালগঞ্জ নার্সিং হোমকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. এস এম সাকিবুর রহমান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
এসআই