ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ৩ ক্লিনিককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
গোপালগঞ্জে ৩ ক্লিনিককে জরিমানা

গোপালগঞ্জ: গোপালগঞ্জে স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনা ও রেজিস্ট্রেশন নবায়ন না করার অপরাধে তিন ক্লিনিককে জরিমানা করেছেন ভ্রম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন ক্লিনিককে মোট তিন লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাহউদ্দিন দিপু।

 

তিনি জানান, জেলা শহরের মডেল স্কুল রোডের মেডিকেয়ার ক্লিনিকের স্বাস্থ্য বিভাগের অনুমোদন না থাকায় দুই লাখ টাকা ও মোহাম্মদপাড়া রোডের সার্জিক্যাল ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া রেজিস্ট্রেশন নবায়ন না করা ও অব্যবস্থাপনার কারণে শহরের বাজার রোডের গোপালগঞ্জ নার্সিং হোমকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।  

অভিযানে সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. এস এম সাকিবুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।