নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের মুসলিমনগর এলাকায় প্রায় ২৫টি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১১ টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে টিনসেডের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে, তবে সরু সড়কের কারণে সেখানে আগুন নেভাতে দ্রুত পদক্ষেপ নিতে পারছে না ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বাংলানিউজকে জানান, সরু সড়কের কারণে সেখানে পানির ট্যাঙ্কগুলো আমরা প্রবেশ করাতে পারিনি। তিনটি ইউনিট কাজ করছে, আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে। সেখানে ২৫টির মত আধাপাকা ঘর রয়েছে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মন্ডলপাড়া স্টেশনের ফায়ার ম্যান মাহমুদুর হাসান জানান, খবর পেয়ে ফতুল্লা ষ্টেশন এবং আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। সেখানে সড়ক সরু হওয়ায় আরো ইউনিট এখনো যায়নি। আগুন নেভাতে কাজ চলছে। প্রায় ২৫ টি ঘরে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে সেখানে থাকা আমাদের টিম জানিয়েছে। পরে বিস্তারিত ও আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতি জানাতে পারবো।
স্থানীয় বাসিন্দা নাজমুল আলম জানান, হঠাৎ করেই আগুন লাগার পরে সেখানে প্রায় ২৫ টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আমরা এলাকাবাসী আগুন নেভাতে চেষ্টা করছি, ফায়ার সার্ভিসও রয়েছে এখানে।
বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
এমএমএস