ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

একরাতে ২ বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
একরাতে ২ বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে একরাতে দুইটি বাল্যবিয়ে বন্ধ করেছেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।  

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে এসব বাল্যবিয়ে বন্ধ করা হয়।

ইউএনও আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে উপজেলার দৌলতপুর ইউনিয়নের ধুলগাগড়াখালী গ্রামে অভিযান চালিয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রীর (১৪) বাল্যবিয়ে বন্ধ করা হয়। পরে রাত ৮টায় রাজাপুর ইউনিয়নের সমেশপুর গ্রামে অভিযান চালিয়ে একাদশ শ্রেণির ছাত্রীর (১৭) বাল্যবিয়ে বন্ধ করা হয়। দুটি বাল্যবিয়ের কনে অপ্রাপ্তবয়স্ক ও একটিতে বরও অপ্রাপ্তবয়স্ক ছিল। এ সময় অভিভাবকদের কাছ থেকে বর ও কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা নেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ